ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পটুয়াখালী মুক্ত দিবস পালিত

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালী মুক্ত দিবস পালিত

বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করছেন মুক্তিযোদ্ধারা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে পটুয়াখালী হানাদার মুক্ত দিবস।

 

দীর্ঘ সময় পাক-হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় জেলাটি।   

 

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিমের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা শাহজাহান খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সদর উপজেলা কমান্ডার শিরাজুল আলম মোল্লা, হাবিবুল্লাহ, মানস কান্তি দত্ত, মতিউর রহমান খান, অতুল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা ইউসুফ হাওলাদার, আবুল হোসেনসহ প্রমুখ।

 

রাইজিংবিডি/পটুয়াখালী/৮ ডিসেম্বর ২০১৬/ বিলাস দাস/সুজন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়