ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কর ফাঁকিতে জেল হতে পারে রোনালদোর

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর ফাঁকিতে জেল হতে পারে রোনালদোর

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ ফুটবলে কর জটিলতার বিষয়টি নতুন কোনো ঘটনা নয়। কর ফাঁকির ঘটনায় এর আগে বার্সেলোনা তারকা নেইমার ও মেসিকে আদালতের আঙ্গিনায় দৌড়ঝাঁপ দিতে হয়েছে। এবার কর জটিলতায় ফাঁসতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

 

স্প্যানিশ গনমাধ্যম দাবি করেছে, রোনালদো নাকি ১৫ কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন।রোনালদো সব অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি খতিয়ে দেখছে স্পেন কর বিভাগ। বিভিন্ন গোপন নথি ও গনমাধ্যমের সংবাদে সজাগ হয়ে উঠেছে স্পেন সরকারও। সরকারের নির্দেশে স্পেনের রাজস্ব বিভাগ গেস্থা রোনালদোর কর ফাঁকির বিষয়টি নিয়ে তদন্ত করছে।

 

রোনালদোর ব্যাপারে এ অভিযোগ প্রমাণিত হলে জেল খাটা লাগতে পারে পর্তুগিজ সুপারস্টারকে। স্পেনের রাজস্ব বিভাগের সচিব হোসে মারিয়া মলিনেদো জানান, দোষী প্রমাণিত হলে ছয় বছর জেল খাটা লাগতে পারে রোনালদোকে।’

 

তবে দোষ স্বীকার করে নিলে শাস্তি কমতে পারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর। এর আগে একই অপরাধের জন্য বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে ২১ মাসের কারাদন্ড দিয়েছিল স্পেনের আদালত। সাধারণত অহিংস অপরাধের জন্য ২৪ মাসের কম দন্ড থাকলেও কারাবাস থেকে রক্ষা পেতে পারেন অপরাধীরা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৬/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়