ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যানইউ ছেড়ে পিএসজিতে ডি মারিয়া

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানইউ ছেড়ে পিএসজিতে ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক : গত বছর আগস্টের শেষ দিকে বৃটিশ ট্রান্সফার ফির রেকর্ড ৫৯.১ মিলিয়ন পাউন্ডে অ্যাঙ্গেল ডি মারিয়াকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু পুরো এক বছরও তাকে ধরে রাখতে পারল না রেড ডেভিলরা। ইংলিশ দল ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) নাম লেখালেন এই আর্জেন্টাইন উইঙ্গার।

 

ডি মারিয়া পিএসজিতে যাচ্ছেন- এমন গুঞ্জন অবশ্য বেশ কিছু দিন ধরেই চলছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটালেন তিনি। চার বছরের জন্য পাড়ি জমালেন পিএসজিতে।

 

রোববার ৪৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কাতার ভিত্তিক মালিকানার ক্লাব পিএসজিতে চুক্তিবদ্ধ হয়েছেন ডি মারিয়া। ম্যানইউ ও পিএসজির সঙ্গে সমঝোতার পর মেডিকেল পরীক্ষা ও চুক্তি স্বাক্ষরের বাকি আনুষ্ঠানিকতা সারতে সোমবার আর্জেন্টিনা থেকে কাতারের দোহায় পৌঁছেছেন তিনি।

 

রিয়াল মাদ্রিদের প্রাক্তন উইঙ্গার ডি মারিয়া ম্যানইউ’র জার্সিতে ৩২ ম্যাচে ৪টি গোল করেন। গত জুলাইয়ে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হারের পর ম্যানইউ’র প্রাক মৌসুম প্রস্তুতি সফরে যোগ দেননি এই আর্জেন্টাইন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/পরাগ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়