ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাসপোর্ট অফিসে অভিযান, ৪ জনের কারাদণ্ড

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাসপোর্ট অফিসে অভিযান, ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-১২ অভিযান পরিচালনা করে। এ সময় পাসপোর্ট করতে আসা মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চার দালালকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিহাতী উপজেলার ইবনে সাঈদ (৫২), সদর উপজেলার সুজন মিয়া (২৬), সালেক ইবনে জামান (৫০) এবং আলাউদ্দিন (৩৮)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে চারজনকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/২৮ নভেম্বর ২০১৬/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়