ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যদি কোনোদিন বৃষ্টি হয় || আনিসুল হক

আনিসুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যদি কোনোদিন বৃষ্টি হয় || আনিসুল হক

অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

 

 

 

 

 

 

 



যদি কোনোদিন বৃষ্টি হয়, আমরা হুডখোলা রিকশায় ঘুরব
কিন্তু এই পৃথিবীতে আর কোনোদিন বৃষ্টি হবে না

যদি কোনোদিন বিলের ধারে যাই তোমাকে নিয়ে নৌকা বাইব
আর চলে যাব লাল শাপলাটার কাছে
তুমি ঝুঁকে পড়ে শাপলা তুলছ
তোমার চুল বেয়ে নেমে যাচ্ছে মেঘের ঝরনা ঝিলের পানিতে
আমার হাতে ধরা বৈঠা আমি নৌকা স্থির করে রাখতে চেষ্টা করছি
আর কী ভীষণ বাতাস
একদিকে কাত হয়ে আছে ছোট্ট ডিঙিখানি
কিন্তু এই মহাদেশে আর কোনো ঝিল রইল না শাপলা ফুটবে না

যদি কোনোদিন ফাল্গুন আসে
আমরা গ্রামের বাড়ির উঠানে মাদুর পেতে শুয়ে রইব
আকাশের তারা গুনব দক্ষিণা বাতাসে কেঁপে উঠবে আকাশেরও যত তারা
কিন্তু এই দেশে আর কোনোদিন ফাল্গুন আসবে না

যদি কোনোদিন ছাদের ওপরে ওঠে কদমফুলের মতো চাঁদ
ঝরাতে থাকে হলুদ রেণু
আমরা ছাদে যাব
সিমেন্টের বেঞ্চে তোমার কোলে মাথা রেখে আকাশের দিকে হাত বাড়িয়ে
রেণুগুলো ধরব আর মেখে তোমার কপালে
কিন্তু এই গ্রহে আর কোনোদিনও চাঁদ উঠবে না
একটা মরে যাওয়া শালিক পাখি মাটিতে পুঁতে রেখে
পুকুরের জলে হাত ধুয়ে ছোটবেলায় কত কেঁদেছিলাম
পুকুরের কাছে গচ্ছিত রেখেছিলাম আমার সমস্ত কান্না
সেই পুকুরটিও আর কোথাও রইল না
আমার সেই কান্নাটুকুন দরকার তোমাকে নিয়ে বৃষ্টিভেজা চাঁদ দেখা তারা গোনা কোনোদিন হবে না,
মাধবী হঠাৎ কোথা থেকে এসেছ, হঠাৎই তাই
যাই যাই...



রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/তাপস রায়/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়