ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণে শরণার্থী সংকট : জার্মানি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণে শরণার্থী সংকট : জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের শরণার্থী নীতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মানি। সোমবার সকালে উপ চ্যান্সেলর ও অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, মার্কিন ভুল হ্স্তক্ষেপ নীতির কারণেই শরণার্থী সংকট দেখা দিয়েছে। তাই অন্যদের ভালো-মন্দের উপদেশ দেয়া যুক্তরাষ্ট্রের উচিৎ নয়।

ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস অব লন্ডন এবং জার্মান পত্রিকা দ্য বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সর্বনাশা ভুল করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভারসাম্যের বিষয়েও কথা বলেছেন। জার্মানির তৈরি মার্সিডিজ বেঞ্জ গাড়ি যুক্তরাষ্ট্রে প্রচুর দেখা গেলেও যুক্তরাষ্ট্রের তৈরি শেভ্রলেট গাড়ি তেমন দেখা যায় না উল্লেখ করে ট্রাম্প মাসির্ডিজ গাড়ির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি দেন।

জার্মান অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, ‘মার্কিন ভুল হস্তক্ষেপ নীতির কারণে,বিশেষ করে ইরাক যুদ্ধের সঙ্গে শরণার্থী সংকটের সংশ্লিষ্টতা রয়েছে। আর তাই আমার উপদেশ হচ্ছে, কোনটা ভুল আর কোনটা সঠিক করেছি সে বিষয়ে আমাদের পরস্পরকে দোষারোপ করা উচিৎ নয়। তবে আমরা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি, যাতে লোকজন আবার তাদের আবাসের ঠিকানা পেতে পারে।’

ন্যাটো প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ এ ক্ষেত্রে জার্মানি ও ইউরোপ ইতিমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছে। এ কারণে আমি মনে করি,  আমাদের সামরিক ব্যয় নিয়ে কথা বলা উচিৎ নয়, বিশেষ করে যেখানে ট্রাম্প বলছেন, ন্যাটোকে আমরা খুব কম অর্থ দিয়ে থাকি। আমরা শরণার্থীদের আশ্রয়ের জন্য বিশাল অংকের অর্থ ব্যয় করছি, আর এটাও মার্কিন হস্তক্ষেপ নীতির পরিণতি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়