ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চলতি বছরের কলেজ র‌্যাংকিংয়ের কাজ শুরু

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলতি বছরের কলেজ র‌্যাংকিংয়ের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিংয়ের  কাজ শুরু হয়েছে। এ জন্য কেপিআই সম্পর্কিত প্রশ্নমালা অনলাইনে পূরণ করে তথ্য প্রেরণ শুরু হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এই তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

 

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাংকিং করে ৮টি বিভাগের প্রত্যেকটি থেকে সরকারি-বেসরকারি নির্বিশেষে ১০টি করে মোট ৮০টি কলেজকে নির্বাচন করে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কলেজসমূহকে পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

র‌্যাংকিংয়ের কেপিআই সম্পর্কিত তথ্যাবলীর সময়কাল হবে ২০১৫ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।

 

এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/college থেকে college Profile মেন্যুতে ক্লিক করে প্রদর্শিত স্ক্রিনে কলেজের সঠিক কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৬ যথাযথভাবে পূরণ করে হার্ডকপি রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য কলেজগুলোকে আহ্বান করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/আশরাফ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়