ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাঠে নামতে পেরেই রোমাঞ্চিত তামিম

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঠে নামতে পেরেই রোমাঞ্চিত তামিম

ক্রীড়া প্রতিবেদক : প্রতিপক্ষ কে? কোন মাঠ? কোন ফরম্যাটের খেলা? এসব নিয়ে নূন্যতম কোনো চিন্তা নেই তামিম ইকবালের। আন্তর্জাতিক ম্যাচে খেলার সময় এসেছে, এটাই সব থেকে বড় কথা। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের সেরা ওপেনারের।

 

শুক্রবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন শেষে তামিম বলেন, ‘অনেক দিন পর আমরা দল হিসেবে খেলব। সবাই খুব রোমাঞ্চিত। শেষ দুমাস আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ঘাটতি পুষিয়ে নিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনুশীলনে আমরা যেসব করেছি, মাঠে সেসব করে দেখানো। এটাই আমাদের চেষ্টা থাকবে। গত দুমাসের কঠোর পরিশ্রমের প্রতিফলন যেন মাঠে পড়ে। সেটা করতে পারলে ফলও ভালো হবে।’

 

লম্বা বিরতি দিয়ে মাঠে নামার কোনো সুফল নেই। বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় বিরতি। তামিমও বললেন একই কথা, ‘এত লম্বা বিরতির কোনো ইতিবাচক দিক থাকতে পারে না। যখন দল খুব খারাপ সময়ে থাকে, তখন হয়তো একটু বিরতি থাকলে ভালো হয়। কিন্তু এক বছরের বিরতি কখনো্ ভালো নয়। আর দল যখন ভালো খেলছে, এরকম বিরতি তো আরো নেতিবাচক হতে পারে।’

 

তামিম আরো বলেন, ‘আমরা দল হিসেবে কতটা ভালো হয়েছি এবং মানসিকভাবে শক্তিশালী হয়েছি, সেটি প্রমাণ করার সুযোগ এবার। সবশেষ ওয়ানডে সিরিজে আমরা যেভাবে খেলেছিলাম, এত বড় বিরতির পর সেটা ধরে রাখা নিজেদের কাছেই চ্যালেঞ্জ।’

 

ভারতে গত মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ প্রথমবার মাঠে নামছে আগামী রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। তবে বাংলাদেশ সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল গত বছরের নভেম্বরে। তারও তিন মাস আগে খেলেছিল শেষ টেস্ট ম্যাচ। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৬/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়