ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যেভাবে হবে স্বপ্নের ঢাকা || আহসান হাবীব

আহসান হাবীব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেভাবে হবে স্বপ্নের ঢাকা || আহসান হাবীব

আধুনিক ঢাকা

এটা একটা গল্প। গালগল্পও বলতে পারেন, কিংবা চাপা গল্প। মোট কথা এটা একটা গল্পই। এক লোক বিদেশ থেকে ঢাকায় ল্যান্ড করল, লোকটা বাংলাদেশী । সময়টা ধরা যাক মেয়র নির্বাচনের এক বছর পর। লোক শহরে ঢুকে হতভম্ব! একি! এ আমি কোথায় এলাম? মনে হচ্ছে ইউরোপের কোন অত্যাধুনিক শহর! তার সন্দেহ হলো তবে কি ভুল করে সে ঢাকায় না এসে প্যারিসে এসে পড়েছে?

সে ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করল, ভাই আমি কোথায়? কোন শহরে?
ড্রাইভার বলল, কেন ঢাকা শহরে।
এত উন্নত? কীভাবে সম্ভব?
কেন, ঐ যে মেয়র ইলেকশন হইল, তারপর মেয়র সাহেব এতসব উন্নয়ন করছে।
বল কি! মাত্র এক বছরে এত উন্নয়ন! রাস্তা ঘাট ঝক ঝক করছে। কোন ময়লা নাই, জ্যাম নাই, বাড়ি ঘর চক চক করছে। ওহ!... অসাম ... !!

তারপর লোকটা ঠিক করল যেভাবেই হোক সে ঢাকার মেয়রের সঙ্গে দেখা করবে। এবং এই রহস্য তাকে জানতেই হবে, মাত্র এক বছরে এত উন্নয়ন কীভাবে সম্ভব? হাউ কাম?
যাই হোক সে বহু দেন দরবার করে একদিন গিয়ে মেয়র সাহেবের অফিসে হাজির হলো।
স্লামালিকুম।
ওয়ালাইকুম...।
স্যার, আমি বিদেশে থাকি। হঠাৎ করে দেশে এসে দেখি এত আধুনিক ঢাকা শহর।  আমার ভীষণ কৌতূহল হচ্ছে, আপনি মেয়র হয়ে মাত্র এক বছরে এত উন্নয়ন কীভাবে করলেন?
মেয়র মৃদু হেসে পাল্টা প্রশ্ন করলেন, সত্যিই জানতে চান?
জি স্যার।
কারো সাথে শেয়ার করবেন না তো?
অবশ্যই না।

তাহলে শুনুন বলে একটু থামলেন মেয়র সাহেব। কফিতে চুমুক দিলেন। তারপর বলতে শুরু করলেন,  আমি মেয়র নির্বাচিত হয়ে সবাইকে ডাকলাম। সবাই মানে যারা এই ঢাকা শহরের উন্নয়ন কর্মকাণ্ডে আমাকে সহযোগিতা করবেন তাদের। তারপর তাদের বললাম, আপনাদের কোন উন্নয়ন কাজ করতে হবে না। আপনারা ইচ্ছেমত দুর্নীতি করতে থাকেন। কেউ আপনাদের ধরতে আসবে না। আমি সামাল দিব।’
আমার কথা শুনে সবাই অবাক! সবাই বলল,  আমরা দুর্নীতি করব? কাজ করব না?
না। কিছু করতে হবে না। উন্নয়নের টাকা দিয়ে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে থাকুন। কেউ ধরতে আসবে না।

লোকগুলো হতভম্ব হয়ে ফিরে গেল। এবং ঢাকা উন্নয়নের টাকা পয়সা নিয়ে ব্যাপক দুর্নীতি শুরু করল। এক মাসের মাথায় ঢাকার ড্রেন সব উপচে পড়ে ময়লা ছড়াতে লাগলো। ঢাকা শহর জুড়ে বিকট গন্ধ, মশা বেড়ে গেল, মশার কামড়ে রাতদিন সবাই অস্থির হয়ে পড়ল। রাস্তা ঘাট ভেঙে ওয়াশার পাইপ ফেটে পানি জমে চারদিকে যা তা অবস্থা!  
তখন হঠাৎ করে সেই লোকগুলো আবার আমার কাছে এলো। তারা বলল, স্যার শহরের যে অবস্থা আমাদের মনে হয় কিছু কাজ করা দরকার।
তখন আমি ওদের বললাম...।
কী বললেন?
বললাম, কিছু নয় করলে পুরো কাজ করতে হবে। আর দেখতেই পারছেন, সবাই মিলে পুরো কাজ করলে কী হয়!



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৫/তাপস রায়  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়