ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজধানীর যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডস্থল ওয়াহেদ ম্যানশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।’ গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে- এমন তথ্য পুলিশের কাছ থেকেও তিনি পেয়েছেন বলে জানান।

দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন। মেয়র ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সিলিন্ডার বন্ধের দাবিতে সেখানে আগে থেকে জড়ো হওয়া লোকজন মিছিল করেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়