ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যৌতুকের মামলায় সাংবাদিক গ্রেফতার

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৭ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌতুকের মামলায় সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে করা মামলা একটি বেসরকারি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলাম ওরফে মুকুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মিরপুর থানার এসআই মাসুদ পারভেজ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ জুন মুকুলের স্ত্রী দৈনিক জনকণ্ঠের রিপোর্টার নাজনিন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে এখন পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন সময়ে ২৫ লাখ টাকা যৌতুক হিসেবে নিয়েছেন। তারপরও তিনি নাজনিনকে ভরণপোষণ না দিয়ে সেই টাকা দিয়ে রাজধানীতে একটি প্লট কিনেছেন। প্লটে মুকুল নাজনিনের নাম না উঠিয়ে নিজ নামে ক্রয় করেছেন বলে দাবি করা হয়।

 

এজাহারের বরাত দিয়ে এসআই মাসুদ পারভেজ জানান, মুকুল মেহেরুন বিনতে শিথি নামের এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

 

তিনি আরো জানান, সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৫/জিসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়