ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যৌন কেলেঙ্কারিতে পদচ্যুত তিন কর্মকর্তা

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ২৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন কেলেঙ্কারিতে পদচ্যুত তিন কর্মকর্তা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লোগো

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার নারী ক্রিকেটারদের যৌন হয়রানি করার অভিযোগে দলটির তিন পুরুষ কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছে।

 

নারী ক্রিকেটারদের দলে জায়গা ধরে রাখতে দলের কর্মকর্তাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়তে হয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে গত নভেম্বরে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের একটি কমিটি অভিযোগটি তদন্ত করে দেখে।

 

অবশ্য তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় ফৌজদারি মামলা হয়নি। তবে ওই তিন জনকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিন কর্মকর্তার কারো নাম প্রকাশ করা হয়নি।

 

বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)এক বিবৃতিতে বলেছে, ‘তদন্তে শারীরিক সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুজনের বিরুদ্ধে যৌন হয়রানির কিছু প্রমাণ পাওয়া গেছে। আরেক জনের বিরুদ্ধে আপত্তিজনক আচরণের প্রমাণ মিলেছে। তাই তিন জনকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

 

গত এপ্রিলে ওই তিন কর্মকর্তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদনে তাদের নাম আসায় চাকরির মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে এসএলসি।

 

এদিকে এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে শ্রীলঙ্কার নারী ও শিশু মন্ত্রী রসি সেনানায়েকে বলেন, ‘এটা খুবই লজ্জাজনক ঘটনা। আমরা এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে চাই।’

 

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৫/পরাগ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়