ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুইমারায় আ.লীগ ২, ইউপিডিএফ ১

আব্দুল্লাহ আল-মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৩১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুইমারায়  আ.লীগ ২, ইউপিডিএফ ১

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত দুই ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

গুইমারা সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মামরা ৩ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী নির্মল নারায়ন ত্রিপুরা পেয়েছেন ২ হজার ৫৪৯ ভোট।

 

হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চাইথোয়াই মারমা ৩ হাজার ৫৩১ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট।

 

এ ছাড়া সিন্দুকছড়ি ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত প্রার্থী রেদাক মারমা ১ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুইনুপ্রু মারমা পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট।

 

 

রাইজিংবিডি/খাগড়াছড়ি/৩১ অক্টোবর ২০১৬/আব্দুল্লাহ আল-মামুন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়