ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জন আটক

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জন আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে পুলিশ জেলার নয়টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। আটকৃতদের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটকৃতদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১২ জন, ফকিরহাট উপজেলায় পাঁচজন, মোরেলগঞ্জে চারজন, চিতলমারীতে দুইজন, কচুয়ায় তিনজন, মোল্লাহাটের চারজন,  শরণখোলায় দুইজন, রামপালে ছয়জন এবং মোংলা উপজেলার পাঁচজন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।  বুধবার রাতে অভিযান চলাকালে ৪৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন মাদকব্যবসায়ী এবং ১৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামি।

জেলার সব এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/বাগেরহাট/৯ মার্চ ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়