ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে জাল টাকাসহ আটক ৩

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে জাল টাকাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরাণীগঞ্জ থেকে ২০ লাখের বেশি জাল টাকাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তারা হলেন- হুমায়ুন কবীর (৪২), মো. আলী (২৮) ও তিথি আক্তার (২০)।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কেরাণীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজের পশ্চিম পাশের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে একটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, জলছাপযুক্ত ২৯৫ পৃষ্ঠা মোটা কাগজ, ২৮০ পাতা পাতলা কাগজ, বঙ্গবন্ধুর ছবি, ১০০০ টাকা লেখা জলছাপযুক্ত ৪২ পাতা, একটি ফয়েল পেপার রোল, ২০ পিস কার্টিজ, সাদা টিস্যু জাতীয় পাতলা কাগজ পাঁচ রিম, কাঠের চারটি স্ক্রিন, একটি ১০০০ হাজার টাকা লেখাসম্বলিত কাঠের স্ক্রিন, দুটি ৫০০ টাকা লেখা সম্বলিত কাঠের ফ্রেম জব্দ করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জামসহ ২০ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা রাজধানীতে জাল নোট তৈরি ও বিতরণ করছেন। সুনির্দিষ্ট কিছু লোকের মাধ্যমে তারা বাজারে জাল নোট ছাড়তেন। সম্প্রতি আরো কিছু জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়