ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজধানীতে দুই রেস্তোরাঁকে জরিমানা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে দুই রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় ভেজাল বিরোধী অভিযানে দু’টি রেস্তোরাঁকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজে বাসি খাবার রেখে পরিবেশন করায় উত্তরার দিয়াবাড়িতে নিউ স্বাদ রেস্তোরাঁর ব্যবস্থাপক জোবায়ের মিয়াকে ৩০ হাজার টাকা ও নির্ধারিত দামের চেয়ে অধিক দামে খাবার বিক্রি করার দায়ে ‘থার্ট স্কয়ার রেস্টুরেন্টের ব্যবস্থাপক মহসিন আলমকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এই অভিযানে ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়