ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে পরিবহনের বিরুদ্ধে ৪১৩৩ মামলা

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২২ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে পরিবহনের বিরুদ্ধে ৪১৩৩ মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় চলাচলরত যান বাহনের বিরুদ্ধে ৪১৩৩টি মামলা করেছে মহানগর পুলিশ।

 

পরিবহনে নানা অনিয়মের কারণে বুধবার মামলাগুলো করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ৭ লাখ ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ এ তথ্য জানায়।

 

ট্রাফিক পুলিশ আরও জানায়, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার অভিযোগে এ সব মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫৯৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৬/মাকসুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়