ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে আ. লীগ ১২ বিএনপি ৫ বিদ্রোহী ১

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৩১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে আ. লীগ ১২ বিএনপি ৫ বিদ্রোহী ১

নোয়াখালী প্রতিনিধি : ইউপি নির্বাচনে নোয়াখালীর ৪টি উপজেলার ৪৭ ইউনিয়নের ১২৫টি কেন্দ্রে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে ২০টি ইউনিয়নে চেয়ারম্যানসহ সদস্যদের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

 

বেসরকারি ফলাফলে ১৮ ইউনিয়নে আওয়ামী লীগ ১২, বিএনপি ৫ ও বিদ্রোহী (আ.লীগ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে এ এইচ এম বাহাদুর (আ.লীগ), বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুরে আরিফুর রহমান মাহমুদ (আ.লীগ), জিরতলীতে রফিকুল ইসলাম মিলন (আ.লীগ), আলাইয়ারপুরে আনিসুর রহমান (আ.লীগ), রাজগঞ্জে মোস্তাফিজুর রহমান সেলিম (আ.লীগ), বেগমগঞ্জে মোস্তফা কামাল (আ.লীগ), দূর্গাপুরে আবেদ সাইফুল কালাম  (আ.লীগ), রসুলপুরে নুরুল হোসেন সেলিম (আ.লীগ), শরীফপুরে আমিনুর রসুল মিন্টু (আ.লীগ), কুতুবপুরে জাহাঙ্গীর আলম হিরণ (বিদ্রোহী আ.লীগ), নরোত্তমপুরে হারুনুর রশিদ বাচ্চু (বিএনপি), একলাশপুরে খলিলুর রহমান (বিএনপি), হাজীপুর ইউনিয়নে তরিক উল্যাহ জিন্নাহ (বিএনপি)।

 

সেনবাগ উপজেলার কাদরায় কামরুজ্জামান পলাশ (আ.লীগ), কাবিলপুরে আনোয়ার হোসেন (বিএনপি), বীজবাগ ইউনিয়নে বাকের হোসেন কোম্পানি (বিএনপি)। সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নে আক্তার হোসেন দুলু (আ.লীগ) এবং কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে নূরনবী চৌধুরী (আ.লীগ)। 

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/৩১ অক্টোবর ২০১৬/মাওলা সুজন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়