ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজবাড়ীতে ১৬৭টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক

সোহেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজবাড়ীতে ১৬৭টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক

আটককৃত মোটরসাইকেলগুলো

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি উপজেলা থেকে ১৬৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আর অভিযান চলাকালীন সময়ে বিআরটিএ রাজবাড়ী কর্তৃক সর্বমোট ৭০৮টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন হয়েছে।

 

রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযান শুরুর আগে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। তারপর থেকেই রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

 

এদিকে অভিযান চলাকালীন সময়ের মধ্যে ৭০৮টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন হয়েছে। এতে সরকারি কোষাগারে রাজস্ব খাতে এক কোটি ৪২ লাখ ১৬ হাজার ৩৪ টাকা জমা হয়েছে। আটককৃত মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে।

 

রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক অভিযান চলবে। কোনোমতেই রাজবাড়ীতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল রাস্তায় চলতে দেওয়া হবে না।

 

এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

 

রাইজিংবিডি/রাজবাড়ী/১ আগস্ট ২০১৫/সোহেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়