ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে পাসের হার ৯৪.৯৭

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে পাসের হার ৯৪.৯৭

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী।

 

শনিবার শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার গত বারের চেয়ে কমেছে ১ দশমিক ৩৭ শতাংশ।

 

২০১৪ সালে এ শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। এবার হয়েছে ৯৪ দশমিক ৯৭ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির হারও।

 

গতবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৮১৫ জন। এবার পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী। অর্থাৎ ৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। হরতাল-অবরোধের কারণে এ ফল বলে জানিয়েছেন বোর্ড কর্তরা।

 

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আজাদ জানান, এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৮ হাজার ১৯৯ জন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯১৭ জন এবং ছাত্রী ৬১ হাজার ২৮২ জন।

 

মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৬৯১ জন, অনিয়মিত ৪ হাজার ৪১১ জন এবং জিপিএ উন্নয়ন ৯৭ জন। এ ছাড়া অন্ধ পরীক্ষার্থী সাতজন এবং হাজতী পরীক্ষার্থীর সংখ্যা চারজন।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/৩০ মে ২০১৫/তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়