ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে বাস উল্টে আহত ২৫

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৭ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে বাস উল্টে আহত ২৫

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার এসআই রুহুল আমিন জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে  (নং-নবাবগঞ্জ-ব-২৮) ওই বাসটির সামনের দুটি চাকা পাংচার হয়ে যায়। এর ফলে বাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

 

এতে ঘটনাস্থলে বাসের ভেতরের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

 

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২৭ এপ্রিল ২০১৫/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়