ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৯ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত

রাজশাহী জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর দুই শতাধিক এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ জামাতে ইমামতি করেন, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া শাহ্ মখদুম (র.) মাদ্রাসার  অধ্যক্ষ মওলানা মুফতি মোহাম্মদ শাহাদৎ আলী। এর আগে দ্বিতীয় ইমাম হিসেবে জামাতে বয়ান করেন মহানগরীর রহমানিয়া মাদ্রাসার মুহতামিম ড. মাওলানা ইমতিয়াজ।

সকাল সাড়ে ৮টায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় মহানগরীর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। একই সময়ে তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সাহেববাজার বড় মসজিদে।  

কেন্দ্রীয় ঈদগাহের জামাতে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীসহ প্রায় ৪০ হাজার মুসল্লি।

ঈদের জামাতগুলোতে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাইজিংবিডি/ রাজশাহী/২৯ জুলাই ২০১৪/তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়