ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ চারদিন ধরে বন্ধ রয়েছে।

 

গত রোববার পানির পাম্প বিকল হওয়ায় এ ভোগান্তি শুরু হয়েছে। এতে অপারেশন, ডেলিভারিসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কবে নাগাদ পানি সরবরাহ চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এ অবস্থায় প্রায় ভেঙে পড়েছে গোটা উপজেলার স্বাস্থ্যসেবা। হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে।

 

চিকিৎসকরা জানিয়েছেন, গত চারদিন আগে হাসপাতালের পাম্প মেশিন হঠাৎ করে বিকল হওয়ায় হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী-নার্সসহ চরম ভোগান্তিতে পড়েছেন ডাক্তাররাও।

 

পানি সংকটে ছোটখাটো অপারেশনসহ ডেলিভারি রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া অর্ধশতাধিক রোগীও পড়েছেন চরম বিপাকে।

 

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও রোগীর স্বজনদে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে।

 

হাসপাতালে ভর্তি আবুল হোসেন বলেন, ‘পানি না থাকায় আমাদের অনেক সমস্যা হয়। আমরা আরো বেশি অসুস্থ হচ্ছি।’

 

রাজাপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, পাম্প পুড়ে যাওয়ার তা মেরামত করতে ঢাকায় পাঠানো হয়েছে। তাই কবে নাগাদ পানি সরবরাহ চালু হবে তা সঠিক করে জানাতে পারেননি তিনি। তবে বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহের প্রস্তাব করা হলেও স্বাস্থ্য প্রকৌশল বিভাগ তা গ্রাহ্য করছে না বলে অভিযোগ তার।

 

ঝালকাঠির সিভিল সার্জন ডা. আব্দুর রহিম বলেন, পানি সমস্যার সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/১১ ফেব্রুয়ারি ২০১৬/অলোক সাহা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়