ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাতে মাঠে নামছে রিয়াল

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ২৯ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে মাঠে নামছে রিয়াল

এইবার ও রিয়াল মাদ্রিদের লোগো

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ এইবার। রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এইচডি।

গেল শনিবার মর্যাদার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে ৪-০ ব্যবধানে হার মানে রিয়াল মাদ্রিদ। এই হারের ফলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে রয়েছে ৫ পয়েন্টে। এমন সময়ে তারা এইবারের মাঠে আতিথ্য নেবে।

বার্সেলোনার কাছে হেরে লিগে পিছিয়ে পরায় প্রধান কোচ রাফায়েল বেনিতেজের উপর চাপ বাড়ছে। দলটির অবস্থার উন্নতি না হলে লিগ শেষ হওয়ার আগেই চাকরিচ্যুত হতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শাখতার দনেৎস্কের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে রিয়াল। এই ম্যাচে গোল খরা কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর গোলে ফেরাটা স্বস্তির কারণ হতে পারে বেনিতেজের জন্য।

এইবারের সঙ্গে দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুইবারই জিতেছে রিয়াল। প্রথম ম্যাচে ৪-০ গোলে ও পরের ম্যাচে ৩-০ গোলে হারায় তাদের। আজও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না মাদ্রিদিস্তারা। তবে এইবারের ঘরের মাঠে খেলা হওয়ায় অঘটনের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

তার উপর দলটির সম্প্রাতিক পারফরম্যান্সও উল্লেখ করার মতো। সবশেষ ৫টি ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। দুটিতে ড্র করেছে। জিতেছে দুটিতে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের সবশেষ ৫টি ম্যাচের দুটিতে হেরেছে। জিতেছে তিনটিতে। আজকের ম্যাচে কারা জয় নিয়ে মাঠ ছাড়ে সেটাই দেখার বিষয়।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়