ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রপতিকে সার্বিক অবস্থা অবহিত করলেন ইসি

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রপতিকে সার্বিক অবস্থা অবহিত করলেন ইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, বর্তমান কমিশনের চার বছর পূর্তিসহ নির্বাচন কমিশনের সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি অবহিত করতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশন।

 

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই নির্বাচন কমিশনার(আবু হাফিজ ও জাবেদ আলী) এবং ইসি সচিব (সিরাজুল ইসলাম) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে  উপরোক্ত বিষয় সম্পর্কে অবিহিত করেন।

 

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রতি বছরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় নির্বাচন কমিশন। এছাড়া বর্তমান কমিশনের চার বছর পূর্তি হয়েছে। এদিকে সামনে আসন্ন ইউপি নির্বাচন। তাই সৌজন্য সাক্ষাতে ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে।’

 

তফসিল কবে ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী রোববারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। এবং ইউপি নির্বাচন ৬ থেকে ৭ ধাপে করার চিন্তা করছে ইসি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/মিথুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়