ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাহ্‌মুন সামদিদ কবীরের ৪টি কিশোর কাব্য

রাহ্‌মুন সামদিদ কবীর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাহ্‌মুন সামদিদ কবীরের ৪টি কিশোর কাব্য

অলংকরণ : অপূর্ব খন্দকার

বাবা

মাগো! আমার বাবা কোথায়?
পাব আমি তাকে কোথায়?
তোমার বাবা কাজে গেছেন,
দূর দেশেরই অন্তরালে,
গহিন-গাঙের সুজন মাঝি;
চলে গেছেন বহুদূরে,
নিশ্চয়ই একদিন দেখা হবে,
কবে হবে তা জানি নে
আমায় ফেলে চলে গেল!
সে আবার কেমন বাবা?
রাগ কোরো না খোকন সোনা
বাবা তোমার আসবে
হরেক রকম জিনিস নিয়ে
এক ঝুড়ি গল্প নিয়ে।
চাইনে আমি এতকিছু
শুধু চাই এতটুকু-
থাকব তার বুকেতে সারা জীবন
তাকে ছাড়া ব্যর্থ জীবন,
খুঁজি আমি তার আদর,
সবাই আমায় কেন বলে-
আমার বাবা মরে গেছে?
সে তো আছে দূর বিদেশে,
আসবে ফিরে আমার কাছে।

বঙ্গবীর

বলছি বঙ্গবীর-
বাংলার জন্য আমি যুদ্ধ করতে রাজি,
বাংলার জন্য আমি রক্ত দিতে রাজি
আমি বঙ্গবীর।
আমি বাংলা মায়ের আঁচল বাঁচাতে রাজি,
আমি বঙ্গভূমি বাঁচাতে রাজি।
আমি বঙ্গবীর।
আমি অস্ত্র নিতে রাজি
আমি যুদ্ধ শিক্ষা নিতে রাজি
আমি বঙ্গবীর।
চাই আমি হানাদারদের রক্তবন্যা ঝরাতে,
চাই আমি শোষণের অবসান ঘটাতে,
কারণ আমি বঙ্গবীর
ই্ছা আমার লাল-সবুজ পতাকা তোলার,
ইচ্ছা আমি বিশ্বে এক নতুন বাংলা দেখার
আমি বঙ্গবীর।
আমি বঙ্গের তরে-
আমি দুঃসাহসী।
আমি মুক্তিকামী।
আমি শান্তিকামী।
আমি বিদ্রোহী
আমি বঙ্গবীর।

যাও হানাদারদের বলে দাও
বাংলায় আছে বঙ্গবীর।
শুনিয়ে দাও আমার সাবধান বাণী,
কারণ আমি প্রতিবাদী।
যত দিন বঙ্গবীর থাকবে বেঁচে,
কাঁদতে হবে ঐ হানাদারদের
মরতে হবে ঐ হানাদারদের।
কারণ আমি অস্ত্র চালাতে শিখেছি,
যুদ্ধ করতে শিখেছি
রক্ত দিতে শিখেছি।
রক্ত নিতে শিখেছি
আমি দেশের তরে সব করতে শিখেছি।
তাই আমি বঙ্গবীর।

রাহ্‌মুন সামদিদ কবীর
ক্যাডেট নং ২৮৩০
সপ্তম শ্রেণি
মির্জাপুর ক্যাডেট কলেজ।

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৫/তাপস রায়/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়