ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রায়ের বিরুদ্ধে আপীল করবো: আইনজীবী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৯ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
রায়ের বিরুদ্ধে আপীল করবো: আইনজীবী

স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল  কামারুজ্জামানের প্রধান আইনজীবী ব্যারিষ্টার আবদুর রাজ্জাক বলেছেন, এই রায়ে আমরা বিস্মিত। রায় সঠিক হয়নি। রাজনৈতিক প্রভাবিত এ রায়। আমরা রায়ের বিরুদ্ধে আপীল করবো।

বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার   পর ধানমন্ডির বাসায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যারিষ্টার রাজ্জাক এ কথা বলেন। 

তিনি বলেন, ১৯৭১ সালে কামারুজ্জামানের বয়স ছিল মাত্র ১৯ বছর। ১৯ বছরের একজন তরুণকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধের কোনো আদালতেই বিচারের মুখোমুখি করা হয়নি। ইতিহাসে নেই।  আমরা মনে করি, তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলে তাঁকে বিচারের মুখোমুখি করা হয়েছে। অন্যথায় মৃত্যুদণ্ড তো দূরের কথা, কোনো সাজাই হওয়ার কথা নয়। 

আসামিপক্ষের এই আইনজীবী আরো বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষী উপস্থাপন করেছেন , তাঁরা সকলেই স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। শক্তিশালী দল নিয়েই আপীলে যাবো আমরা।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়