ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্মিথ-পিটারের ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মিথ-পিটারের ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সকালে টস জিতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন।

 

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেন’শ ৭০ রান তোলেন। এরপর মোহাম্মদ আমিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ওয়ার্নার (৩২)।

 

উসমান খাজা নেমেও সুবিধা করতে পারেননি। দলীয় ৭৫ রানের মাথায় ইয়াসির শাহর বলে মিসবাহ-উল-হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন খাজা (৪)। এরপর তৃতীয় উইকেট জুটিতে স্মিথ ও রেন’শ দলীয় স্কোরকে ১৫১ রান পর্যন্ত টেনে নেন।

 

এই রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হন ম্যাট রেন’শ। যাওয়ার আগে ৯ চারে ৭১ রানের ইনিংস খেলে যান।

 

এরপর অধিনায়ক স্মিথ ও পিটার হ্যান্ডসকম্প মিলে দিনের বাকিটা সময় পাড়ি দেন। দলীয় স্কোরকে ১৫১ রান থেকে টেনে নেন ২৮৮ রান পর্যন্ত। এ যাত্রায় স্মিথ তার টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেন (১১০ রান)। আর পিটার দলপতির সঙ্গে ৬৪ রান নিয়ে অপরাজিত থাকেন।

 

আগামীকাল তারা দুজন ব্যাট করতে নামবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়