ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রুবেলে সিলেটের জয়খরা কাটবে তো?

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুবেলে সিলেটের জয়খরা কাটবে তো?

ক্রীড়া প্রতিবেদক : প্রথম চারম্যাচে চারটি পরাজয়। যদি বলা হয় টুর্নামেন্ট থেকে এক পা পিছলে গেছে সিলেট সুপার স্টার্সের। বাকি ছয়টি ম্যাচের একটিতে হারলেই বিপত্তি। শিরোপার স্বপ্ন ভেঙে যাবে সেখানেই। শীর্ষ চারেও উঠা সম্ভব নয়।

 

এক কথায় বাঁচা-মরার লড়াইয়ে সিলেট সুপার স্টার্স। বাকি ছয় ম্যাচের একটি খেলতে সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয় দলের পয়মন্ত ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে সিলেট সুপার স্টার্স।

 

মাঠে ফিরেছেন সিলেট সুপার স্টার্সের পেসার রুবেল হোসেনও। রুবেল কি সিলেট সুপার স্টার্সকে ‘হ্যাপি’ করতে পারবেন? পারবেন সিলেটের জয়খরা কাটাতে? প্রশ্নটা যেকোনো ক্রিকেটপ্রেমী করতেই পারেন।

 

খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজি সিলেট সুপার স্টার্স নিজেদের প্রথম ডাকে রুবেল হোসেনকে সবার আগে নেয়। ইনজুরিতে থাকা রুবেল হোসেন ডিসেম্বরের শুরু থেকে ফিট হবেন তা জেনেও ফ্র্যাঞ্চাইজিটি রুবেলের ওপর আস্থা রাখে। এবার রুবেলের সেই আস্থার প্রতিদান দেওয়ার সময়।

 

রুবেলকে একাদশে রেখে সিলেট সুপার স্টার্স নিজেদের দল সাজিয়েছে। মুশফিকুর রহিম আগে ফিল্ডিং নেওয়ায় শুরুতেই বোলিংয়ে সুযোগ পাচ্ছেন রুবেল।

 

গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে চোট পান রুবেল। তারপর থেকেই মাঠের বাইরে জাতীয় দলের অন্যতম সেরা এই পেসার। খেলা হয়নি জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএলের প্রথম পর্ব (ঢাকা)। এবার চট্টগ্রামে আগুনঝরা বোলিং করে নিজের দলকে সেরা সাফল্য এনে দেবেন সেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

 

বিপিএলের গত দুই আসরে চিটাগং কিংস ও সিলেট রয়েলসের হয়ে ১২ ম্যাচে ১৪ উইকেট পেয়েছিলেন খুলনার এ পেসার।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ নভেম্বর ২০১৫/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়