ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রূপপুর বিদ্যুৎকেন্দ্র : রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৬ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রূপপুর বিদ্যুৎকেন্দ্র : রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চূড়ান্ত ঋণচুক্তি সই হয়েছে।

 

রাশিয়ার মস্কোয় মঙ্গলবার দুপুর ১২টায় ১ হাজার ১৩৮ দশমিক ৫ কোটি ডলারের এ ঋণচুক্তি সই হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছে।

 

তিনি জানিয়েছেন, বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। আর রাশিয়ার পক্ষে চুক্তিতে সই করেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই আনাতোলেভিচ স্টরচক।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি ডলার। এর নব্বই শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে। ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রে প্রথম ইউনিটে ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। আর দ্বিতীয় ইউনিটে তার পরের বছর উৎপাদন শুরু হতে পারে।

 

ঋণচুক্তি সইয়ের জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের একটি প্রতিনিধি দল মস্কো যায়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৬/আশরাফ/হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়