ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোববার শিল্পকলায় ‘অরক্ষিতা’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোববার শিল্পকলায় ‘অরক্ষিতা’

অরক্ষিতা নাটকের দৃশ্য

আমিনুল ই শান্ত : শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশায় মঞ্চস্থ হবে দেশ নাটক প্রযোজিত অরক্ষিতা। ৩১ মে রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে এ নাটকটি। মহাভারতে শুক্রাচার্যের মন্ত্র হারানো আখ্যান অবলম্বনে নাটকটি রচনা করেছেন মাহবুব লীলেন। নির্দেশনা দিয়েছেন ইশরাত নিশাত। সহকারী নির্দেশনায় রয়েছেন অয়ন চৌধুরী।

নাটকের গল্পে দেখা যাবে- ‘দুপক্ষের বাহুতে সমান শক্তি না থাকলে শান্তিচুক্তি হয় না, হয় এক পক্ষের দাসত্বের দলিল...।’ এই বাস্তব সত্য উপলদ্ধির পর বঙ্গদ্বীপ নামক রাজ্যে সৈন্য বহরের পাশাপাশি বঙ্গদ্বীপে সংযোজিত হয় আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য শুক্রাচার্য। এই শুক্রাচার্য জানতেন মহামন্ত্র, মৃতসঞ্জীবনী মন্ত্র। এই মৃতসঞ্জীবনীর শক্তিতে নিহত সৈনিকদের আবারো বাঁচিয়ে তোলার ক্ষমতা রাখতেন শুক্রাচার্য। বঙ্গদ্বীপের সৈন্যবহর আর শুক্র শক্তি মিলে বঙ্গদ্বীপ হয়ে ওঠে এক অমর ও অক্ষয় রাজ্য।

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়