ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কুশল যদি আউট হয়ে যেত খেলাটা অন্যরকম হত’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কুশল যদি আউট হয়ে যেত খেলাটা অন্যরকম হত’

গল থেকে ক্রীড়া প্রতিবেদক : আম্পায়ার মাইরস এরাসমাস দিনের খেলা শেষ ঘোষণার পরপরই বাংলাদেশের খেলোয়াড়দের চোখে মুখে বিষন্নতার ছাপ।

মেহেদী হাসান মিরাজের করা শেষ ওভারে ফাইন লেগে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। মাঠ থেকে সবার আগে বেরিয়ে আসেন সাকিব। এরপর সৌম্য সরকার ও অন্যরা। মুশফিকুর রহিম মিড অফে ফিল্ডিং করছিলেন শেষ ওভারে। খেলা শেষ হবার পর উইকেটটা আরেকবার দেখে মাঠ ছাড়েন টাইগার দলপতি। তার চোখে-মুখেও ছিল হতাশা। দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজের কন্ঠে পাওয়া গেল একরাশ হতাশা সুর।

বোঝার উপায় রইল না গলে স্বাগতিক শ্রীলঙ্কার ব্যাটিং দাপটে খুশি নয় টাইগার শিবির। মিরাজও সরাসরি বলেন দিলেন সে কথা,‘কুশল ‍যদি আউট হয়ে যেত খেলাটা অন্যরকম হয়ে যেত।’ শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস দিন শেষে ১৬৬ রানে নটআউট। অথচ প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন উইকেটের পিছনে। বল তালুবন্দিও করেছিলেন লিটন। কিন্তু ‍শুভাশীষের নো বলে কপাল পুড়ে বাংলাদেশের। নো বল নিয়ে মিরাজের ব্যাখ্যা,‘এটা আসলে বলব দূর্ভাগ্য। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করেছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ নো বল করে না, হয়ে যায়।’

তবে বোলারদের বোলিংয়ে প্রশংসা করলেন মিরাজ,‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। বোলাররা শুরুতে খুব ভালো বল করেছে। বিশেষ করে শুভাশীষ ও তাসকিন ভাই খুব ভালো বোলিং করেছে এবং মুস্তাফিজ শুরুটা খুব ভালো করেছিল।’ প্রথম দিন শেষে লঙ্কানদের রান ৪ উইকেটে ৩২১। নিঃসন্দেহে বড় রানের টার্গেট করছে হেরাথের দল। মিরাজের বিশ্বাস আগামীকাল দিনের শুরুটা ভালো করতে পারলে বড় রান পাবে না স্বাগতিক দল।

তার ভাষ্য,‘ওদের জুটি হয়েছে। আশা করছি আমরা ভালোভাবে কাল কামব্যাক করতে পারব। টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট হয়েছে। এখন দুজন মূল ব্যাটসম্যান আছে। যারা এখন ব্যাটিং করছে তাদের উইকেট যদি শুরুতে নিতে পারি তাহলে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। আমার বিশ্বাস লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এ উইকেটে বেশি রান করতে পারবে না। আমাদের টার্গেট থাকবে রান চেক করে সকালে ওদের দুজনের উইকেট নেওয়া।’

মিরাজের বিশ্বাস ব্যাটসম্যানরা ভালো করলে ভালো ফল পাওয়া সম্ভব,‘আমাদের সিনিয়ার খেলোয়াড়রা সবাই খুব ভালো খেলছে, ‘তারা ভালো করলে ভালো একটা ফল আসবে। আর আমরা ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাটিং করি তাহলেও ভালো ফল আসবে।’



রাইজিংবিডি/গল(কলম্বো)/৭ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়