ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লন্ডনে ফের অ্যাসিড হামলা, আহত ৬

আলী নওশের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে ফের অ্যাসিড হামলা, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে ফের ‘অ্যাসিড’ হামলা হয়েছে। এতে আহত হয়েছে ছয়জন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ডের বিপরীত পাশে স্ট্রাটফোর্ড সেন্টারে একটি শপিং মলে এ ঘটনা ঘটে।

কয়েকজন দুর্বৃত্ত ক্ষতিকর তরল পদার্থ লোকজনের ওপর ছুড়ে মারে বলে জানিয়েছে পুলিশ। এটি অ্যাসিড হামলা হতে পারে বলে তাদের সন্দেহ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টার্টফোর্ড শপিংমলের ভেতরে কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপরই হামলা হয়। শপিং মলের বার্গার কিং নামে ফাস্টফুডের সহকারী ব্যবস্থাপক বলেন, ক্ষতিকারক তরল জাতীয় পদার্থ ছিটাচ্ছিল হামলাকারীরা। হামলার পর এক ব্যক্তি মুখ ধুতে যান। তার চোখে জ্বালাপোড়া করছিল। তিনি বারবার চোখেমুখে পানি দেন।

পুলিশ জানিয়েছে, কয়েক ব্যক্তি এক দল লোকের ওপর ক্ষতিকর পদার্থ স্প্রে করেছে বলে অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থল থেকে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে। ঘটনার পর অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পল গিবসন জানান, ছয়জনকে ঘ্টনাস্থলেই চিকিৎসা দেওয়ার পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের কারো আঘাতই গুরুতর বা প্রাণঘাতী হওয়ার মতো নয় বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি অ্যাসিড হামলা হয়। গত ১৩ জুলাই অল্প সময়ের ব্যবধানে পাঁচটি পৃথক স্থানে হামলা হয়। এর তিন দিন পর বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল অ্যান্ড এলাকায় দুজনের ওপর একই ধরনের হামলা হয়। এরপর ২৫ জুলাই রাতে দুই বাঙালির ওপর হামলার ঘটনা ঘটে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়