ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যশোরে চীনের নাগরিক খুন, আটক ২

বি এল ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে চীনের নাগরিক খুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে  চ্যাং হিং চং (৪৫) নামে এক চীনের নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

 

বুধবার রাতের কোনো এক সময় শহরের নিউমার্কেট এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলায় এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।  চ্যাং হিং চং পেশায় ইজিবাইক ব্যবসায়ী।

 

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন,  ‘চ্যাং হিং সং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে এনে বিক্রি করতেন। তিনি শহরের নিউ মার্কেট এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা ভাড়া থাকতেন। তার সঙ্গে কর্মচারী নেত্রকোনার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন। বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।’

 

ওসি আরো বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অর্থনৈতিক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।

 

এদিকে চীনের নাগরিক হত্যার খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

 

 

 

রাইজিংবিডি/যশোর/১৫ ডিসেম্বর ২০১৬/বি এল ফারুক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়