ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাউয়াছড়ার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত

হোসাইন আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাউয়াছড়ার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি : দেশব্যাপী মানববন্ধন, স্মারকলিপি, সমাবেশ, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচির পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

 

লাউয়াছড়ার ভেতর ট্রেন চলাচলে দুর্ঘটনা এড়াতে গত ৯ এপ্রিল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ মো. আরমান হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে দেওয়া হয়।

 

চিঠিতে বলা হয়েছিল, ঢাকা-সিলেট রেললাইনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের ২৯৩/১ থেকে ২৯৮/১ কিলোমিটারের পাহাড়ি এলাকায় ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে ও ভেঙে রেললাইনের ওপর পড়ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ও যাত্রী সাধারণের প্রাণহানি ঘটতে পারে। এ অবস্থায় উদ্যান এলাকার রেললাইনের উভয় পাশের ন্যূনতম ৫০ ফুট পর্যন্ত গাছ কাটতে হবে। একইভাবে রেললাইনের রশিদপুর-সাতগাঁও বিভাগের ২৭১/২ থেকে ২৭৯/৭ কিলোমিটার পর্যন্ত উভয় পাশের গাছও কাটতে হবে। তা না হলে পরবর্তী সময়ে কোনো দুর্ঘটনা ঘটলে ‘দ্য রেলওয়েজ অ্যাক্ট, ১৮৯০’-এর ১২৮ ধারা মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।

 

রেলওয়ে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার দাবিতে ‘লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন’সহ বেশ কয়েকটি সংগঠন দেশে-বিদেশের বিভিন্ন স্থানে গাছ রক্ষার জন্য আন্দোলনের গড়ে ওঠে। এর পরই লাউয়াছড়ার জাতীয় উদ্যানের গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করা হয়।

 

এ ব্যাপারে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে মুঠোফোনে বলেন, রেল মন্ত্রণালয়ের মিটিংয়ে বন বিভাগ ও রেল বিভাগের উপস্থিতিতে বিভিন্ন দিক পর্যালোচনা করে গাছ না কাটার সিদ্ধান্ত হয়েছে। তবে অধিক ঝুঁকিপূর্ণ গাছ হলে স্থানীয় কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে জেলা প্রশাসক অথবা ইউএনও’র উপস্থিতিতে গাছ কাটা হবে।

 

রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আরমান হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, মিটিংয়ে গাছ না কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/মৌলভীবাজার/১৮ আগস্ট ২০১৬/হোসাইন আহমদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়