ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লালমনিরহাটে বিএসএফের গুলি ও মারপিটে আহত ৫

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৮ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমনিরহাটে বিএসএফের গুলি ও মারপিটে আহত ৫

লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ-ছয়জন সদস্য বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে অবৈধভাবে ঢুকে গুলি ছুড়েছে। এতে দুর্গাপুর এলাকার সুলতান মিয়া ও আব্দুর রহিম নামের দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

 

অনুপ্রবেশের প্রতিবাদ করায় রাবেয়া নামের এক নারীসহ সাজু ও সুমন নামের তিনজনকে বেদম মারপিট করে আহত করে বিএসএফ সদস্যরা। পরে তারা চারটি গুরু নিয়ে পালিয়ে যায়।

 

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এসব ঘটনা ঘটে।

 

বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ফালাকাটের ২১ বিএসএফ ব্যাটালিয়নের বারথার (সিঙ্গীমারী) ক্যাম্পের একটি টহল দল দুর্গাপুর এলাকায় অনুপ্রবেশ করে গুলিবর্ষণ করেছে। এতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছে। উত্তেজিত জনতা বিএসএফ সদস্যদের ঘেরাও করার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/লালমনিরহাট/৯ অক্টোবর ২০১৫/মোয়াজ্জেম হোসেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়