ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিবিয়া সীমান্তে পরিখা খনন তিউনিসিয়ার

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিবিয়া সীমান্তে পরিখা খনন তিউনিসিয়ার

লিবিয়া সীমান্তের ২০০ কিলোমিটার এলাকাজুড়ে পরিখা খনন করেছে তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া সীমান্তে সন্ত্রাসবাদবিরোধী পরিখা এবং দেয়াল নির্মাণের কাজের প্রথম ধাপ শেষ করেছে তিউনিসিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফারহাদ হোরসেনির বরাত দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

গত বছর তিউনিসিয়ার একটি অবকাশকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে ৩৮ জন নিহত হয়েছিল। ওই বন্দুকধারী লিবিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। এর পরই লিবিয়া সীমান্তে পরিখা ও দেয়াল নির্মাণের ঘোষণা দেয় তিউনিসিয়া।

 

ফারহাদ হোরসেনি বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে তিউনিসিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে দিনটি। সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার জুড়ে পরিখা এবং দেয়াল দেওয়া হয়েছে। এটি এরই মধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এতে নজরদারির কাজে ব্যবহৃত ইলেক্ট্রনিক যন্ত্রও বসানো হবে। আমেরিকা ও জার্মানি এ কাজে সহায়তা করবে ।

 

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকাটি এখন অলঙ্ঘনীয় হওয়ায় মাদাক পাচার ইতিমধ্যে ব্যাপক পরিমাণে হ্রাস পেয়েছে।

 

প্রসঙ্গত, তিউনিসিয়ার প্রায় তিন হাজার তরুণ সীমান্ত পাড়ি দিয়ে লিবিয়া ও ইরাকে আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়