ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’

অন্যান্যের সঙ্গে মঞ্চে এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ যেভাবে উন্নয়ন করছে পৃথিবীর অন্য কোনো দেশ সেভাবে উন্নয়ন করতে পারছে না।

 

 

শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, অপারেশন ও চশমা প্রধান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

 

তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় যাই তখন দেশের মানুষের গড় আয় ছিল ৬২৫ ডলার, আর এখন মানুষের গড় আয় ১৬৪৪ ডলার। আমরা এর মধ্যেই মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি।

 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।

 

উল্লেখ্য, ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় শুক্রবার ও শনিবার এই দুদিনে মোট সাড়ে পাচঁশত রোগীকে বিনামূল্যে ছোখের ছানি অপারেশন করা হবে এই প্রকল্প থেকে।

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/২ ডিসেম্বর ২০১৬/মো. মনিরুল ইসলাম টিটো/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়