ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লড়লেন শুধু মাহমুদউল্লাহ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লড়লেন শুধু মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : বছর শেষ করেছিলেন ০,১,৩ নিয়ে। বছর শুরু করলেন ঝকঝকে ৫২ রানের ইনিংস দিয়ে। অসাধারণ এক ইনিংস উপহার দিয়ে পুরো বছরে ব্যাট হাতে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

সতীর্থরা যখন নেলসনে আসা-যাওয়ার মিছিলে তখন মাহমুদউল্লাহ দেখালেন বীরত্ব। ব্যাট হাতে দূর্বার মাহমুদউল্লাহ কিউই বোলারদের একাই শাসন করলেন। তার ৪৭ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ১৪১। এটি তার ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি।

 

পাওয়ার প্লে’র শেষ ওভারে লকি ফার্গুসনের প্রথম দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ। সাব্বির রহমান ফুলটস বলে ক্যাচ দেন মিড অফে। দ্বিতীয় বলে সৌম্য ক্যাচ দেন গালিতে। ফার্গুসনের হ্যাটট্রিক বলে মুখোমুখি মাহমুদউল্লাহ। ডানহাতি পেসারের অসাধারণ ইয়র্কার বল কোনো রকমে ঠেকিয়ে দিলেন মাহদুউল্লাহ। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাকে হয়নি। সঙ্গী হারালেও কিউই শিবিরে আগ্রাসন দেখিয়েছেন।

 

ষষ্ঠ উইকেটে মোসাদ্দেককে নিয়ে ৩২ রানে জুটিও গড়েন মাহমুদউল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো ব্যাটসম্যানই সঙ্গ দিতে পারেনি। ইনিংসের শেষ ওভারে মাহমুদউল্লাহ সেই ফার্গুসনের আরেকটি ইয়র্কারে সাজঘরের পথ ঘরেন। শেষ বল পর্যন্ত ডানহাতি এ ব্যাটসম্যান টিকে থাকলে বাংলাদেশের পুঁজি দেড়শ ছড়াত।

 

অফস্ট্যাম্পের বাইরের বল পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেন মাহমুদউল্লাহ। ১১তম বলে গ্রান্ডহোমকে এগিয়ে এসে মিড উইকেটের উপর দিয়ে যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তা শুধু মুগ্ধতা ছড়ায়। এরপর পেসার হেনরির এক ওভারে এক ছক্কা ও এক বাউন্ডারিতে দ্রুত স্কোরবোর্ডে রান যোগ করেন মাহমুদউল্লাহ। ব্যক্তিগত ৪২ থেকে হেনরিকে মিড অফের উপর দিয়ে ছক্কা মেরে ৪৮ রান এ পৌঁছন হাফসেঞ্চুরিয়ান। ওই ওভারেই পান হাফসেঞ্চুরির স্বাদ। সব মিলিয়ে তার অসাধারণ ব্যাটিং বীরত্বে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়