ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক: ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের সবগুলো রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি! ক্রিকেটপ্রেমিরা নিয়মিত এ প্রার্থনা করে যাচ্ছেন। টেন্ডুলকারও মনে করেন কোহলি পারবেন তাকে ছাড়িয়ে যেতে। কিন্তু বিরাট কোহলি বরাবরই বলে এসেছেন,‘রেকর্ডের দিকে কোনো চোখ নেই আমার।’

রেকর্ডের পাতায় কোহলি চোখ না দিলেও রেকর্ড তার পিছু ছাড়ছে না! দিনকে দিন কোহলির পারফরম্যান্স উন্নতিই হচ্ছে, ভাঙছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। রোববার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভেঙেছেন ভারতের নতুন ওয়ানডের অধিনায়ক।

রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। দল জয় পাওয়ায় কোহলি ছাড়িয়ে গেছেন টেন্ডুলকারকে। রান তাড়া করতে নেমে টেন্ডুলকার ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭টি। রোববার পুনেতে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি বসেছেন টেন্ডুলকারের পাশে। টেন্ডুলকার ১৭ সেঞ্চুরি পেয়েছেন ২৩২ ইনিংসে। অন্যদিকে কোহলি মাত্র ৯৬ ইনিংসেই পেলেন ১৭তম সেঞ্চুরির স্বাদ।

সফলভাবে রান তাড়া করে টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা ১৪টি। ইংল্যান্ডের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলে কোহলি টপকে গিয়েছেন টেন্ডুলকারকে। কোহলির সেঞ্চুরি ১৫টি। রান তাড়া করতে সব সময়ই পছন্দ করেন কোহলি। ১৭৭ ওয়ানডেতে ৫৩.৪১ গড়ে কোহলির রান ৭৬৯২। দ্বিতীয় ইনিংসে অর্থ্যাৎ রান তাড়া করে কোহলির রান ৯৬ ইনিংসে ৬৪.৩০ গড়ে ৪৮২৩।

রান মেশিন খ্যাত কোহলি ২২ গজের ক্রিজে মাঠে নামাই মানে ভিন্ন আবহ। নান্দনিক ব্যাটিংয়ে ম্যাচের চিত্র পাল্টে দেন ডানহাতি ব্যাটসম্যান। রোববার ভারতকে রঙিন পোশাকে প্রথমবারের মত নেতৃত্ব দেন কোহলি। জয় দিয়ে বিরাট কোহলির যুগে প্রবেশ করল টিম ইন্ডিয়া। যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনির মতো পরীক্ষিত ও অভিজ্ঞ পারফরমাররা সাজঘরে ফিরে গেলেও কোহলি ছিলেন দায়িত্বশীল। কোহলির অধিনায়কোচিত ইনিংসে ৩৫১ রান তাড়া করে জয় পায় ভারত।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়