ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শতবর্ষী ভবন ভাঙার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতবর্ষী ভবন ভাঙার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডের শতবর্ষী একটি ভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডের ৪১/১, ৪১/২, ৪১/৩, ৪২/১, ৪২/২ ও ৪৩ হোল্ডিং-এ অবস্থিত ভবনটি ভাঙার কাজ তাৎক্ষণিক বন্ধ করার নির্দেশ দেন আদালত।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার আদালতের আদেশের বিষয়টি রাইজিংবিডিকে জানান,ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার পাশাপাশি রুল জারি করা হয়েছে। রুলে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ভবনে অবস্থানকারীসহ ১০ জনকে জবাব দিতে বলা হয়েছে।

আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলামের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এ এফ হাসান আরিফ ও অ্যাডভোকেট আশিক আল জলিল।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়