ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শতভাগ পাস ৮৪৮ প্রতিষ্ঠানে

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতভাগ পাস ৮৪৮ প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। একই সঙ্গে একজনও পাস করেনি- এমন  প্রতিষ্ঠানের সংখ্যাও আগের তুলনায় কমেছে।

 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশের পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

 

নাহিদ বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার শতভাগ পাশ করেছে ৮৪৮টি প্রতিষ্ঠানে। গত বছর শতভাগ পাস ছিল ১ হাজার ১৩৩টি প্রতিষ্ঠানে।’ শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

 

অন্যদিকে এবার দেশের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে। গত বছর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫টি। গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ২৫ টিতে নেমে এসেছে।

 

প্রসঙ্গত, শুন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়াকে সবসময়ই ইতিবাচক হিসেবে দেখা হয়।

 

উল্লেখ্য, এবার সারা দেশে আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০। আটটি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২ দশমিক ৪৭। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৬/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়