ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এল ক্লাসিকোতে শাপেকোয়েন্সের জন্য এক মিনিট নীরবতা

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এল ক্লাসিকোতে শাপেকোয়েন্সের জন্য এক মিনিট নীরবতা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বহুল আলোচিত এল ক্লাসিকো শুরুর আগে বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের খেলোয়াড়দের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার ফুটবল প্রতিযোগিতা ‘কোপা সুদামেরিকানা’- এর ফাইনালে খেলতে বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডিলিনে যাওয়ার পথে মেডিলিন শহরের অদূরে পাহাড়ি এলাকায় সোমবার মধ্যরাতে বিধ্বস্ত হয় সিপি-২৯৩৩ লাইসেন্সধারী বিমানটি। মেডিলিনের ফুটবল ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনাল-এর সঙ্গে বুধবার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিলীয় ক্লাবটির।

 

বিমানটিতে ছিলেন এই ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও তাদের সঙ্গে সফরকারী সাংবাদিক ও অতিথিরা। ক্রুসহ মোট ৮১ জনের মধ্যে মাত্র ছয়জন বেঁচে আছেন প্রায় ৩৫ বছরের পথচলায় শাপেকোয়েন্স ক্লাবের জন্য এ দুর্ঘটনা সবচেয়ে বড় ট্রাজেডি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়