ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শপথ নিলেন রাজশাহীর ১৬ ইউপি চেয়ারম্যান

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শপথ নিলেন রাজশাহীর ১৬ ইউপি চেয়ারম্যান

শপথ বাক্য পাঠ করছেন ইউপি চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

 

রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই উপজেলার ১৬ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। এ সময় স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শপথ নেওয়া তানোর উপজেলার ইউপি চেয়ারম্যানরা হলেন- কলমা ইউনিয়নের লুৎফর হায়দার রশীদ ময়না (আ.লীগ), বাঁধাইড়ের আতাউর রহমান (আ.লীগ), পাঁচন্দরের আব্দুল মতিন (আ.লীগ), সরনজাইয়ের আব্দুল মালেক (আ.লীগ), তালন্দের আবুল কাশেম (আ.লীগ),  কামারগাঁওয়ে মুসলিম উদ্দিন (আ.লীগ) এবং চান্দুড়িয়ার মজিবুর রহমান (আ.লীগ)।

 

গোদাগাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যানরা হলেন- সদর ইউনিয়নের রুহুল আমীন (বিএনপি), মোহনপুরের মোস্তফা হোসেন (বিএনপি), বাসুদেবপুরের হাবিবুর রহমান বেবী (বিএনপি), পাকড়ির আবদুর রাকিব সরকার (আ.লীগ), মাটিকাটার আলী আজম তৌহিদ (বিএনপি), রিশিকুলের শহীদুল ইসলাম টুলু (আ.লীগ), গোগ্রামের মজিবুর রহমান (আ.লীগ), দেওপাড়ার আকতারুজ্জামান আখতার (আ.লীগ) এবং চর আষাড়িয়াদহের সানাউল্লাহ (স্বতন্ত্র)। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা বিজয়ী হন।



রাইজিংবিডি/রাজশাহী/২৯ মে ২০১৬/তানজিমুল হক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়