ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাতে উপলক্ষে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে কমিশনার এ নির্দেশনা জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং  অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি ডিএমপির আওতাধীন এলাকায় রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে।

নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়