ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক : শুক্রবার ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। এদিনে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব শাহীর বিরুদ্ধে সংগঠিত ঊনসত্তরের মহান গণঅভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

শহীদ আসাদের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে বাংলাদেশ যুব মৈত্রীর নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফজলু, মুর্শিদা আকতার ডেইজী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ঢাকা মহানগর (দ.) সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন প্রমুখ।

শহীদ আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) নেতা ছিলেন। ঊনসত্তরের ছাত্র-গণঅভ্যুত্থানের এক পর্যায়ে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসতাপালের সামনে ছাত্র মিছিলে পুলিশ গুলি চালালে আসাদ শহীদ হন। শহীদ আসাদের আত্মদানের পথ ধরে ২৪ জানুয়ারি স্বৈরাচার আইয়ুব শাহীর পতন ঘটে।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়