ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জাহিদ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শাবি প্রতিনিধি : উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ৪৮ ঘণ্টার আলটিমেটামের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুুপুর ১টায় উপাচার্য ভবনের সামনে থেকে তাদের অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তবে শুক্রবার ও শনিবার শিক্ষার্থীদের আলটিমেটামের মধ্যে উপাচার্য পদত্যাগ করবেন বলে আশা করেন আন্দোলনকারীর। আন্দোলকারীদের মধ্যে রাকিবুল হাসান নামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জানান।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে উপাচার্য বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে উপাচার্য ভবনের সামনে গিয়ে শিক্ষকদের পাশাপাশি অবস্থান করেন তারা।

তার পাশেই প্রতীকী অনশন পালন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রোববার উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে ব্যানার কেড়ে নেয় এবং মারধর করে বলে অভিযোগ করেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

 

 

রাইজিংবিডি/শাবি/৩ সেপ্টেম্বর ২০১৫/জাহিদ হাসান/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়