ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানের সিরিজ জয়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৫ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ছিল দিবারাত্রির। সেটাতে পাকিস্তান জয় পেয়েছিল ৫৬ রানে। আর দ্বিতীয়টিতে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে ব্যবধানে হারায় তারা। তাতে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

 

প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৪৫২ রান। জবাবে ২২৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২২৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ২ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৫৬ রান।

 

সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও এক ব্লাকউড লড়াই করে যান। তার ব্যাটে ভর করে এক সময় জয়ের দুঃস্বপ্নও দেখতে শুরু করেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু আজ মঙ্গলবার ব্যক্তিগত ৯৫ রানে ব্লাকউড আউট হয়ে যাওয়ার পর পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরও ১০৮ ওভার ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রান পর্যন্ত যেতে পারে হোল্ডার বাহিনী। সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। তারপরও ১৩৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

 

বল হাতে পাকিস্তানের ইয়াসির শাহ ৬ উইকেট নেন। ২টি উইকেট নেন জুলফিকার বাবর। আর ১টি করে উইকেট নেন রাহাত আলী ও মোহাম্মদ নাওয়াজ।

 

ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তানের ইয়াসির শাহ।

 

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান
 

প্রথম ইনিংস : ৪৫২/১০ (ইউনিস খান ১২৭, মিসবাহ ৯৬; গ্যাব্রিয়েল ৫/৯৬)।

দ্বিতীয় ইনিংস : ২২৭/২ ডিক্লে (আজহার ৭৯, আসাদ ৫৮*; গ্যাব্রিয়েল ১/৩৬)।

 

ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংস : ২২৪/১০ (ব্রাভো ৪৩, স্যামুয়েলস ৩০; ইয়াসির ৪/৮৬)

দ্বিতীয় ইনিংস : ৩২২/১০ (ব্লাকউড ৯৫, বার্থওয়েট ৬৭; ইয়াসির ৬/১২৪)।

 

ফল : পাকিস্তান ১৩৩ রানে জয়ী

ম্যাচসেরা : ইয়াসির শাহ (পাকিস্তান)

সিরিজ : পাকিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ অক্টোবর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়