ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা, মা-মেয়ে আটক

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা, মা-মেয়ে আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আল আমিন শেখ (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

 

শনিবার রাত ৮টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে এবং উপজেলার ওলামাগঞ্জ এনইউ মাদ্রাসার আলিম পরীক্ষার্থী।

 

রোববার ভোরে হত্যায় জড়িত সন্দেহে প্রতিবেশী কোহিনুর বেগম (৪৭) ও তার মেয়ে পলি খাতুনকে (২০) আটক করেছে পুলিশ। মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

 

আল আমিনের বড় ভাই তাজুল শেখ বলেন, রাত ৮টার দিকে আল আমিন বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন থেকে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী দা দিয়ে তার ঘাড়ে ও মাথায় কোপ দেয়। খবর পেয়ে আমরা আল আমিনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে সে মারা যায়।

 

তিনি আরো বলেন, ‘এক মাস আগে প্রতিবেশী আবুল কাজীর মেয়ে পলি খাতুনকে অপহরণ করা হয়েছে এই অভিযোগে আমাদের পরিবারের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি মিথ্যা মামলা করে। এই নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আমার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

 

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম বলেন, আল আমিনের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। রোববার ভোরে পালিয়ে যাওয়ার সময় উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে প্রতিবেশী আবুল কাজীর স্ত্রী কোহিনুর বেগম ও তার মেয়ে পলি খাতুনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

রাইজিংবিডি/বাগেরহাট/১৩ নভেম্বর ২০১৬/আলী আকবর টুটুল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়