ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শা‌ন্তিপূর্ণ আন্দোল‌নে রাজপ‌থে নামার আহ্বান বিএন‌পির

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শা‌ন্তিপূর্ণ আন্দোল‌নে রাজপ‌থে নামার আহ্বান বিএন‌পির

জ্যেষ্ঠ প্রতি‌বেদক : খালেদা জিয়াকে মুক্ত কর‌তে ব‌সে থাকার সময় নেই জা‌নি‌য়ে নেতা-কর্মী‌দের শান্তিপূর্ণ কর্মসূচির নি‌য়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর পৌ‌নে ১২টার দি‌কে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি চলছে দেশব্যাপী। দলের নেতা-কর্মী ও যেকোনো মানুষ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাক্ষর করতে পারবেন। এদিকে ঢাকা ছাড়াও সারা দেশের জেলা, মহানগর ও উপজেলায় একসঙ্গে এ কর্মসূচি পালিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘মানুষের গণতন্ত্র, নাগরিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। তাকে মুক্ত করতে হবে। আর বসে থাকার সময় নেই। সবাই নিজেদের চেতনা জাগ্রত করুন, সবাই উঠে আসুন, ঘর থেকে বের হয়ে আসুন। সমস্ত অন্যায় অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন্।’

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত ক‌রে তি‌নি ব‌লেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, রাজপথে নেমে আসুন, কোনো বিশৃঙ্খলা করবেন না।’

‘সরকারি দল উস্কানি দেবে যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। তারা রাজনৈতিক সুবিধা নিতে পারে। আমরা তাদের সেই সুযোগ দেব না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমদের নেত্রীকে মুক্ত করব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করব’, ব‌লেন বিএন‌পির মহাস‌চিব।

মির্জা ফখরুল ব‌লেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। সেই আন্দোলন আজ চূড়ান্ত পর্যায়ে। তার অংশ হিসেবে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি, এ কর্মসূচি চলতে থাকবে। জনগণের উত্তাল প্রতিরোধের মুখে এই ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই হটতে হবে।’

বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কণ্ঠশিল্পী বেবি নাজনীন প্রমুখ।

 

 

রাইজিং‌বি‌ডি/ঢাকা/১৭ ফেব্রুয়া‌রি ২০১৮/‌রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়